বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে পাঁচ মাদকসেবীর জেল জরিমানা।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে পাঁচ মাদকসেবীর জেল জরিমানা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহনে পাঁচ মাদকসেবি কে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রাতে তাদের প্রত্যেককে ৩মাসের জেল ও দুইশত টাকা করে জরিমানা প্রদান করেন সহকর্মী কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম।
দণ্ডপ্রাপ্তরা হলেন, পৌরসভা ৪নং ওয়ার্ডের দেলোয়ার হাওলাদারের ছেলে সজিব, আবদুল খালেকের ছেলে শিবলু, আবুল কালামের ছেলে ফরহাদ, পৌরসভা ৫নং ওয়ার্ডের জসিম হাওলাদারের ছেলে জিহাদ ও আবুল কালামের ছেলে তুহিন।
জানা যায়, পৌরসভার ৪নং ওয়ার্ড নয়ানীগ্রামের একটি নির্জন মাঠে গাঁজাসেবন করছিল সজিব, শিবলু, ফরহাদ, জিহাদ ও তুহিন। এসময় গাঁজাসেবীদের আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় কাউন্সিলর রায়হান মাসুম।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাহবুব উল আলম বলেন, আটককৃতদের পুনরায় ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের স্বীকারোক্তি শুনে প্রত্যেককে ৩ মাসের জেল ও দুইশত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।