মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » শেষদিনে মনেনয়ন জমা দিলেন ইউপি সদস্য প্রার্থী সেন্টু
শেষদিনে মনেনয়ন জমা দিলেন ইউপি সদস্য প্রার্থী সেন্টু
লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন ৯নং ওয়ার্ড ইউপি সদস্য প্রার্থী মো: ইব্রাহিম সেন্টু।
মঙ্গলবার সকালে জমাদানের শেষ দিনে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কর্মকর্তা ইউসুফ হারুনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এর আগে মনোনয়নপত্র জমাদান উপলক্ষ্যে পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে মো: ইব্রাহিম সেন্টুকে সাথে নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে আসেন শত শত কর্মী-সমর্থকরা। উৎসবের সাথে পছন্দের প্রার্থীর মনোনয়ন জমাদান করতে পেরে খুশি তারা।
মোহাম্মদ ইব্রাহিম সেন্টু বলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের নের্তৃত্ব ও দিকনির্দেশনায় বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির সাথে জড়িত আছি। সে সুবাদে আমার এলাকার মানুষের জন্য কাজ করার সুযোগ হয়েছে। আশা করি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে তাদের দোয়া ভালোবাসা ও সমর্থন পাবো ইনশাআল্লাহ।