শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » চরভূতায় এগিয়ে চলছে বিদ্যালয়ের দৃষ্টিনন্দন পাঁচতলা ভবনের কাজ
চরভূতায় এগিয়ে চলছে বিদ্যালয়ের দৃষ্টিনন্দন পাঁচতলা ভবনের কাজ
লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নে দ্রুত এগিয়ে চলছে হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচতলা ভবনের কাজ। দ্রুত সময়ের মধ্যে দৃষ্টিনন্দন এ ভবনটি বিদ্যালয় কর্তৃপক্ষ কে বুঝিয়ে দিতে পারবেন বলে আশাবাদী ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইলি এন্টারপ্রাইজ।
জানা যায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভোলার বাস্তবায়নে নির্বাচিত বেসরকারি স্কুল সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থ বছরে ৩ কোটি ২ লক্ষ টাকা ব্যয়ে হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচতলা ভবনের নির্মাণ কাজ শুরু হয়।
মেসার্স ইলি এন্টারপ্রাইজের কর্ণধার খোকন গোলদার বলেন, ভবনটি নির্মাণ বরাদ্দে প্রয়োজনীয় সরঞ্জামের যে মূল্য নির্ধারণ করা হয়েছিল, বর্তমানে সব সরঞ্জামের দাম বরাদ্দ মূল্যের দ্বিগুণ। তবুও বিদ্যালয়ের কাজটি দ্রুত এগিয়ে নেয়া হচ্ছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করতে পারবো।