বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় পাইপগান ও ১৫ রাউন্ড গুলিসহ তিন ডাকাত আটক।।লালমোহন বিডিনিউজ
ভোলায় পাইপগান ও ১৫ রাউন্ড গুলিসহ তিন ডাকাত আটক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলার মেঘনা নদীতে ডাকাতির প্রস্ততিকালে দেশীয় অস্ত্র ও গুলিসহ তিন ডাকাতকে আটক করেছে ডিবি পুলিশের সদস্যরা। আটককৃতরা হলেন, ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মো: মিরাজ খালাসী (৪০), মো: রুবেল ব্যাপারী (২৮) ও একই উপজেলার ধনিয়া ইউনিয়নের মো: আব্বাস (২৮)।
বুধবার দুপুরে ভোলা জেলা পুলিশ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো: মামুনুর রশিদ।
এসময় তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলার ডিবি পুলিশের ওসি মো: এনায়েত হোসেনের নেতৃত্বে গতকাল মঙ্গলবার রাতে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দকপুরের কোড়ালিয়া এলাকার মেঘনা নদীর র্তীরে অভিযান পরিচালনা চালানো হয়। এসময় ডাকাতির প্রস্তুতিকালে ওই তিন ডাকাতকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা ডাকাতি করতে যাওয়ার কথা স্বীকার করেন। এসময় তাদের কাছ থেকে ২ টি পাইপগান ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।