সোমবার, ১ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বই বিতরণ উৎসব উদযাপিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে বই বিতরণ উৎসব উদযাপিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : সারাদেশের সাথে একযোগে ভোলার লালমোহনে বই বিতরণ উৎসব উদযাপিত হয়েছে।
সোমবার নতুন বছরের প্রথমদিন সকালে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
বছরের প্রথমদিনে লালমোহন উপজেলায় প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে এক লক্ষ উনষাট হাজার পাঁচশত শিক্ষার্থী ও ইবতেদায়ী, মাধ্যমিক ও কারিগরি পর্যায়ে চুয়াত্তর হাজার আটশত শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়া হয়েছে।
এদিকে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বস প্রকাশ করেছে শিক্ষার্থীরা।
লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হেলাল উদ্দিনের সভাপতিত্বে বই বিতরণ উৎসবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মদন মোহন মন্ডলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।