শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » নৌকার জয় নিশ্চিত করার লক্ষ্যে উঠান বৈঠক করলেন ফারজানা চৌধুরী।।লালমোহন বিডিনিউজ
নৌকার জয় নিশ্চিত করার লক্ষ্যে উঠান বৈঠক করলেন ফারজানা চৌধুরী।।লালমোহন বিডিনিউজ
জাহিদ দুলাল, লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহনে শেখ হাসিনার উন্নয়নের সাফল্য প্রচার ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করার লক্ষে নির্বাচনীয় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে বদরপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড বকশি চৌকিদার বাড়িতে উঠান বৈঠক এ অংশগ্রহণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন এর সহধর্মিনী মিসেস্ ফারজানা চৌধুরী রত্না।
উঠান বৈঠকে মিসেস্ ফারজানা চৌধুরী রত্না বলেন, আসছে আগামী ৭’ই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে এই এলাকার নারী পুরুষসহ সকল ভোটারেরা ঐক্যবদ্ধ হয়ে ভোট কেন্দ্রে গিয়ে উন্নয়নের মার্কা নৌকা মার্কায় ভোট প্রদান করবেন। নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চতুর্থবারের মতো দেশ পরিচালনা করার সুযোগ দিয়ে এই এলাকার অসমাপ্ত কাজসহ আরো উন্নয়ন করার ব্যবস্থা করতে হবে। ভোটের দিন সবাই সকালে ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে উন্নয়নের মার্কা নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য অনুরোধ করেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলালীগের সভানেত্রী ছাবিনা ইয়াছমিন মহিলালীগ সভানেত্রী সুমীসহ বিভিন্ন নেতাকর্মী ।