সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় অটোরিক্সার চাপায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
ভোলায় অটোরিক্সার চাপায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে অটোরিক্সার চাপায় তানিশা আক্তার (৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত তানিশা ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মুন্সি বাড়ির মো: খলিলের মেয়ে। তানিশা স্থানীয় কারিমিয়া কেরাতুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী।
সোমবার বেলা ১১ টার দিকে ভোলা-লক্ষ্মীপুর সড়কের ওই মাদ্রাসার সামনের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষতর্শীরা জানান, সকালের দিকে তানিশা বাড়ি থেকে মাদ্রাসায় পরীক্ষা দিতে অন্যান্য শিশুদের সাথে যান। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়কে একটি দ্রুতগামী অটোরিক্সা তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন শিশুটি। পরে স্থানীয়দের সহযোগীতায় তার
পরিবারের লোকজন শিশুটিতে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত ) আব্দুল আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।