রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উদ্বোধন || লালমোহন বিডিনিউজ
লালমোহনে ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উদ্বোধন || লালমোহন বিডিনিউজ
লালমোহন ভোলা প্রতিনিধি : তৃণমূল পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম কে বেগবান করার লক্ষ্যে ভোলার লালমোহনে ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার নব গঠিত ইউনিয়ন মোতাহার নগর আওয়ামী লীগের অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভোলা-৩ আসনে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। এর আগে নব অফিসের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
মোতাহার নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছালাম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মোতাহার নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন মাতাব্বরাহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।