শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে যুবকের হত্যা।।লালমোহন বিডিনিউজ
ভোলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে যুবকের হত্যা।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে মো: টুলু (২৮) নামে এক যুবককে ছরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত টুলু ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরমনষা গ্রামের মো: আব্দুর রহমানের ছেলে। শনিবার সকালে ওই গ্রামের সরকারি আশ্রয়ন প্রকল্পে সামনে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, নিহত টুলু ও অভিযুক্ত ফারুক ওই গ্রামের সরকারি আশ্রয়ন প্রকল্পে বসবাস করছেন।গতকাল বিকেলে টুলু ও অভিযুক্ত মো: ফারুকের পরিবারের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে টুলু ঘর থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে রাস্তায় আসলে অভিযুক্ত ফারুক তাকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেন।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ মো: গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ফারুককে আটকের জন্য চেস্টা চলছে। এছাড়াও নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।