রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | ভোলা | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে হরতালের কোন প্রভাব নেই, স্বস্তিতে ব্যবসায়ীসহ জনসাধারণ।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে হরতালের কোন প্রভাব নেই, স্বস্তিতে ব্যবসায়ীসহ জনসাধারণ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ: রোববার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি। তবে ভোলার লালমোহনে বিএনপি ঘোষিত সেই হরতালের ছিটেফোটাও নেই। সকাল থেকে স্বাভাবিকভাবে চলছে যানবাহন ও মানুষজন। খোলা রয়েছে সব ধরনের দোকানপাট ও হোটেল রেস্টুরেন্ট। মানুষের অবাধ চলাফেরায় বুঝাই যায়নি দেশে হরতাল চলমান। তবে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে থানা পুলিশ।
লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মোস্তফা মিয়া জানান, লালমোহনের জনগণ শান্ত। তাই এখানে হরতালের কোনো প্রভাব পড়েনি। বাজারের ব্যবসায়ীরা কোনো প্রকার শঙ্কা ছাড়াই সকাল থেকে তাদের দোকানপাট খোলা রেখেছেন।
লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। যেখানে বিএনপির লোকজন নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবে সেখানেই আমাদের নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তোলবে।
লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম জানান, এখানে হরতালের কোনো প্রভাব নেই। তবুও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।