শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলেই যে যার ধর্ম শান্তিতে পালন করতে পারে- এমপি শাওন
শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলেই যে যার ধর্ম শান্তিতে পালন করতে পারে- এমপি শাওন
লালমোহন বিডিনিউজ : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রতির রোল মডেল। শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলেই কেবল যে যার ধর্ম শান্তিতে পালন করতে পারে। তাই অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিনতে শেখ হাসিনার সরকারকে পুনরায় নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। শুক্রবার দুপুরে লালমোহন শ্রী শ্রী মদন মোহন জিউ আখড়া বাড়ি মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসবে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন আরো বলেন, এ সরকারের সময় দেশ উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু মনোরঞ্জন চন্দ জয়হিন্দের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হিন্দু সম্প্রদায়ের নেতা জয়ন্ত চন্দ্র পন্টির সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক আলহাজ্ব শফিকুল ইসলাম বাদল,প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব মোঃ রুহুল আমিনসহ হিন্দু সম্প্রদায়ের দুই উপজেলার পূজা উদযাপনের দায়িত্বে থাকা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এমপি শাওনের ব্যক্তিগত তহবিল থেকে ৩৫ টি পূজা মণ্ডপে ৭ লক্ষ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন তিনি।