রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | শিরোনাম | সর্বশেষ » শাহে আলম মডেল কলেজে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত।।লালমোহন বিডিনিউজ
শাহে আলম মডেল কলেজে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত।।লালমোহন বিডিনিউজ
মুশফিক হাওলাদার ,লালমোহন বিডিনিউজ : ভোলার তজুমদ্দিন উপজেলাধীন শম্ভুপুর শাহে আলম মডেল কলেজে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ অক্টোবর) সকালে ব্লাড ডোনেশন ইউনিট এর আয়োজনে শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের অধ্যক্ষ মুঈনুদ্দীন হাওলাদারের পৃষ্ঠপোষকতায় এ কর্মসূচী সম্পন্ন হয়।
সকাল ৯ টায় ব্লাড গ্রুপ নির্ণয় শুরু হয়ে দুপুর ১২ টা পর্যন্ত প্রায় ২৫০ জন শিক্ষার্থীর বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
এ সময় শাহে আলম মডেল কলেজের বিভিন্ন বিষয়ের প্রভাষক ও ব্লাড ডোনেশন ইউনিট এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে শম্ভুপুর শাহে আলম মডেল কলেজ এর অধ্যক্ষ মুঈনুদ্দীন হাওলাদার বলেন, ব্লাড গ্রুপ প্রত্যেক মানুষেরই জানা আবশ্যক। এর গুরুত্ব অনুধাবন করেই আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি।। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।