রবিবার, ৮ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে যুবলীগ-স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সভা
লালমোহনে যুবলীগ-স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সভা
লালমোহন ভোলা প্রতিনিধি : বিএনপি জামাতের নৈরাজ্য, উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিঁড়ে ফেলার প্রতিবাদে ভোলার লালমোহনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ।
শনিবার বিকেলে আওয়ামী লীগের এ অঙ্গ সহযোগী সংগঠনগুলোর আয়োজনে পৌর শহরের উত্তর বাজার বায়তুর রেদোয়ান জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লালমোহন বাজার চৌরাস্তায় এসে সমবেত হয় মিছিলকারীরা।
পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি জামাতের নৈরাজ্য, উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিঁড়ে ফেলার প্রতিবাদে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমন, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক তানজিম হাওলাদার, ছাত্রলীগের আহবায়ক মুর্তজা সজীবসহ আরও অনেকে।