
মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বিশিষ্ঠ সমাজ সেবক সোলেমান নুরীর জানাযা অনুষ্ঠিত
লালমোহনে বিশিষ্ঠ সমাজ সেবক সোলেমান নুরীর জানাযা অনুষ্ঠিত
লালমোহন বিডিনিউজ : লালমোহন উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মুরাদ ও পেীর যুবলীগের সভাপতি মেহেরের পিতা বিশিষ্ঠ সমাজ সেবক সোলেমান নুরীর জানাযা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সোয়া দশটায় পৌরসভার ১নং ওয়ার্ডের জান্নাতুল ফেরদাউছ মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে জানাযায় বিভিন্ন দলের রাজনৈতিক ব্যাক্তিবর্গ সহ বিভিন্ন স্তরের শতশত লোক অংশগ্রহন করেন। জানাযা পূর্ব সোলেমান নূরীর নাতি ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ঢাকা থেকে মোবাইলে বক্তব্য রাখেন। জানাযা শেষে তাকে জান্নাতুল ফেরদাউছ মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফান করানো হয়। উল্লেখ যে লালমোহনের সভ্রান্ত্র পরিবারের মৃতঃ আসলাম পঞ্চায়েতের একমাত্র পুত্র সোলেমান নুরী (৭০) গত সোমবার সন্ধা ৭ টায় লিভার ক্যন্সারে আক্রান্ত হয়ে ঢাকা নেওয়ার পথে মৃত্যু বরন করেন। তিনি ৩ ছেলে ও ১ মেয়ের জনক ছিলেন ।