শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে সচেতনতামূলক নাটক ।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে সচেতনতামূলক নাটক ।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিন প্রতিনিধি,লালমোহন বিডিনিউজ: ভোলার বোরহানউদ্দিনে বাল্য বিবাহ প্রতিরোধ,বাল্য বিবাহ আইন ও বাল্য বিবাহের কুফল সম্পর্কে জনগণকে সচেতনতার লক্ষ্যে ছবি, নাটক, পথগান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যাদাল মাঠে ওই কর্মসূচি বাস্তবািিয়ত হয়।
গ্লোবাল এফেয়ার্স কানাডার অর্থায়নে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা “সুশীলন” এর বাস্তবায়নে সিইএমবি প্রকল্পের মাধ্যমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইএমবি প্রকল্পের টিএম মো. জিয়াউল হক, জেলা নেটওয়ার্কিং কমিটির সহ-সভাপতি কামরুন নাহার, সুশীলনের উপজেলা সমন্বয়কারী কবিবুর রহমান, মনিটরিং ইভ্যালুয়েশন কো-অর্ডিনেটর আছমা খাতুন এবং কমিনিকেশন কো-অর্ডিনেটর রেজাউল করিম।
উল্লেখ্য, বোরহানউদ্দিন, দৌলতখান ও তজুমদ্দিন উপজেলায় চলতি মাসে মোট ২৪ টি নাটক প্রর্দশিত হবে। ওই অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবঅগণ উপস্থিত থেকে বাল্য বিবাহকে “না” বলার প্রতিশ্রতি ব্যক্ত করেন।