সোমবার, ২১ আগস্ট ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ২১ আগস্টের খুনিদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ
২১ আগস্টের খুনিদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ
লালমোহন (ভোলা) প্রতিনিধি : ২০০৪ সালের ২১ আগস্ট ততকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা চালিয়ে হত্যা চেষ্টা, ২৪ জন নেতাকর্মী কে হত্যার প্রতিবাদ ও খুনিদের ফাঁসির দাবিতে ভোলার লালমোহনে প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে লালমোহন উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
বক্তব্যে এমপি শাওন বলেন, বিএনপি গণতন্ত্রের দল নয়, বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কে মেরে ফেলতেছিল তারা। শেখ হাসিনা কে, বাংলাদেশ আওয়ামী লীগ কে নিশ্চিহ্ন করতে চেয়েছিলো তারা। এমন ন্যাক্কারজনক ঘটনা কে ধামাচাপা দিতে জজমিয়া নাটক করেছিল বিএনপি। এসময় ২১ আগস্টে ২৪জন নেতাকর্মীর খুনিদের ফাঁসির দাবি জানান তিনি।
পরে ২১ আগস্টে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামালীগের সভাপতি শাহে আলম।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মালেক’র সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।