সোমবার, ৭ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় সাংবাদিকের আফজাল হোসেনের উপর সন্ত্রাসী হামলা, আটক-১
ভোলায় সাংবাদিকের আফজাল হোসেনের উপর সন্ত্রাসী হামলা, আটক-১
লালমোহন বিডিনিউজ ,ভোলা প্রতিনিধি : ভোলায় এনটিভি ও বরিশালের দৈনিক মতবাদের অফিসে ঢুকে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। সন্ত্র্রাসী হামলায় এ সময় আহত হয়েছেন এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট । রবিবার বিকালে শহরের কালিনাথ রায়ের বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় অপু নামের এক সন্ত্রাসীকে আটক করে ও তাদের ২টি মটর সাইকেল জব্দ করে।
সাংবাদিক আফজাল হোসেন জানান, তিনি নিজের অফিসে বসে সংবাদ তৈরীর কাজ করছিলেন। এ সময় সন্ত্রাসী মাজাহারুল আমিন অপু ও টিটুসহ এক দল সন্ত্রাসী পত্রিকা অফিসে ঢুকেই আফজাল হোসেনের উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের বাঁধা দিতে চাইলে সন্ত্রাসীরা তাকে গুলি করার জন্য হুমকি দেয়। এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে পুলিশ অপু নামের একজনকে আটক ও সন্ত্রাসীদের দুটি মোটরসাইলের জব্দ করেছে।
আফজাল হোসেন জানান, ভোলা সদরের ইলিশা ইউনিয়নের সাইমুন ব্রিক্সে সরকারী আইন অমান্য করে অবাদে ইট ভাটার কাজ চালিয়ে আসছিল। বিতর্কিত ওই ইটভাটার অনিয়ম ও দূর্নীতির সংবাদ পরিবেশন করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে লাঞ্চিত হয়েছিলেন তিনি। এ সময় তার ক্যামের আগুনে পুড়িয়ে ফেলা হয়। এ নিয়ে মিমাংশা হলে ক্ষতিপূরন দেয়ার কথা হয়। কিন্তু ওই ক্ষতিপূরন আর দেয়া হয়নি। ওই ঘটনায় সাংবাদিক আফজাল মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন এমন খবর পেয়েই সন্ত্রাসীরা অফিসে ঢুকে তার উপর হামলা চালায়।
এ ব্যপারে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খাইরুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে এবং তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে, সাংবাদিক আফজাল হোসেনের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের গ্রেপ্তারের দাবী জানায় ভোলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।