বুধবার, ১৬ আগস্ট ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় রিপা হত্যা মামলার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন।।লালমোহন বিডিনিউজ
ভোলায় রিপা হত্যা মামলার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলায় গৃহবধূ রিপা হত্যা মামলার বিচার ও আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবারের সদস্যরা।
বুধবার দুপুরে ভোলা প্রেসক্লাবের হলরুমে এই সংবাদ সস্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে রিপার বাবা রফিকুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, তার বাড়ি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে। তিনি কখনও কৃষি ও কখন জেলে কাজ করে জীবিকা পরিচালনা করেন। গত ২০২০ সালের দিকে তিনি সদরের ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্রপ্রসাদ গ্রামের বারেক গাজীর ছেলে মো: ইসমাইলের সাথে মেয়ে বিয়ে দেন। বিয়ের পর থেকেই ইসমাইল ও তার পরিবারের সদস্যরা যৌতুকের বাদী করে নির্যাতন করে আসছিল।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি মেয়ের সু:খের জন্য অনেক কষ্টে ধার-দেনা করে জামাইকে ৮ আনা ওজনের চেইন, মেয়েকে ৬ আনা ওজনের কানের দুল এবং জামাইকে নগদ ৫০ হাজার টাকা দেন। পরে রিপার ছেলে বর্তমানে ১৪ মাসের ইয়ামিনের জন্ম হলে আবারও গরু দাবী করলে আমি নগদ ৪০ হাজার টাকা দেই। এতেই তারা ক্ষেন্ত হয়নি। আরো টাকা দাবী করে রিপার উপর নির্যাতন করতে থাকে। তিনি আরো জানান, এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত ২৪ জুলাই রিপাকে নির্যাতনের পর হত্যা করে ঝুলিয়ে রাখে বলে দাবী করেন। পরে খবর পেয়ে রিপার শ্বশুড় বাড়িতে গিয়ে রিপার মৃতদেহে আঘাতের চিহৃ পায় তারা। এরপর ৩০ জুলাই ভোলা আদালতে একটি মামলা করেন। মামলাটি থানায় আসলেও পুলিশ এখনও কোন আসামীদের গ্রেফতার করেনি। আমরা সকল আসামীদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
সংবাদ সম্মেলনে নিহত রিপার মা ছিকু বেগম, রিপার ১৪ মাস বয়সী মেয়ে ইয়ামিন, রিপার চাচি মমেনা বেগম, ইয়ানুর বেগম ও ফুফাতো ভাই জিলন উপস্থিত ছিলেন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীন ফকির জানান, গতকাল রিপার ময়না তদন্তের রিপোর্ট আমাদের কাছে এসে পৌঁছে। রিপোর্টে আত্মহত্যা এসেছে। তবে এর আগে নিহতের পরিবার থেকে একটি হত্যা মামলা দায়ের করেছে। আমরা সেটি তদন্ত করেছি। আমরা দ্রুত কোর্টে রিপার মৃত্যুর সকল তদন্ত ও ময়না তদন্তের রিপোর্ট পেশ করবো।