বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে তিনশত গ্রাম গাঁজাসহ আটক-১ || লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে তিনশত গ্রাম গাঁজাসহ আটক-১ || লালমোহন বিডিনিউজ
নিজস্ব প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে তিনশত গ্রাম গাঁজাসহ মো: আবদুর রহিম (২২) নামে একজন কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড দক্ষিণ কেয়ামূল্যা সংলগ্ন মেঘনা বাজার চৌরাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের মো: জসিম হাওলাদারের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে তজুমদ্দিন থানার এসআই (নিঃ) মোঃ রিসাত হোসাইন ও সঙ্গীয় অফিসার ফোর্স অভিযান চালিয়ে চাঁদপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড দক্ষিণ কেয়ামূল্যা সংলগ্ন মেঘনা বাজার চৌরাস্তার মোড়ে থেকে মো: আবদুর রহিম কে আটক করে। এসময় তার কাছ থেকে তিনশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ ঘটনায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।