সোমবার, ৭ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » আমার সরকার বৈধ, আমি বৈধ রাষ্ট্রপতি: এরশাদ
আমার সরকার বৈধ, আমি বৈধ রাষ্ট্রপতি: এরশাদ
লালমোহন বিডিনিউজ ,সাইফ বাবলু :গত ২৬ নভেম্বর গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও পার্লামেন্টারি বোর্ডের যৌথসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘আমি বৈধ রাষ্ট্রপতি এবং আমার সরকার বৈধ ছিল।’
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘প্রধানমন্ত্রী কেন বলেছেন, তা জানি না। তিনি জিয়ার সঙ্গে আমাকে ব্র্যাকেট (বন্দি) করেছেন। আমি আর জিয়া এক নই, কথাটা আইনসম্মত নয়। আইনের কথা হলো, ১৯৮৬ সালের পর আমার সরকার বৈধ সরকার, আমি বৈধ রাষ্ট্রপতি।’
সোমবার দুপুরে রংপুর নিজ বাসভবন পল্লীনিবাসে এ কথা বলেন তিনি।
এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী জি এম কাদের, রংপুর মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আসিফ শাহরিয়ারসহ জেলা ও মহানগর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কাল সকালে বুড়িমারী ইমিগ্রেশন দিয়ে এরশাদ ভারতে যাবেন।
এরশাদ বলেন, ‘আমি রাষ্ট্রপতি আছি, রাষ্ট্রপতি থাকব। ১৯৮৬ সালের পর থেকে ১৯৯০ সাল পর্যন্ত যতদিন ক্ষমতায় ছিলাম, আমি রাষ্ট্রপতি ছিলাম।’
পৌরসভা নির্বাচন নিয়ে এরশাদ বলেন, ‘আমি বলেছি, যদি সুষ্ঠু নির্বাচন হয়, আওয়ামী লীগের কর্মকাণ্ডের কথা মানুষ ভুলে যাবে। এ বিষয়ে মানুষের মনে সন্দেহ আছে, আমার মনেও আছে। এরই মধ্যে তার প্রমাণ আমরা পেয়েছি। ১৮ জায়গায় আমাদের প্রার্থীকে মনোনয়নপত্র দাখিল করতে দেওয়া হয়নি। তাদের ভয়ভীতি দেখানো হয়েছে, এখনো হুমকি দেওয়া হচ্ছে।’
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার দিনহাটা এলাকায় পৈতৃক বাড়িতে পাঁচ দিনের সফরে আগামীকাল মঙ্গলবার বের হবেন এরশাদ।