শনিবার, ২৭ মে ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে আওয়ামীলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত।।লালমোহন বিডিনিউজ
লালমোহনে আওয়ামীলীগের উঠান বৈঠক অনুষ্ঠিত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সাফল্য প্রচার এবং আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার জয় নিশ্চিত করার লক্ষে ভোলার লালমোহন উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে কালমা ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে মজিদ মাতাব্বর বাড়ির দরজা ঈদগাহ মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
বক্তব্যে এমপি শাওন বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। দেশের মানুষের ভগ্যোন্নয়ন হয়েছে। তাই দেশ ও জনগণের উন্নয়নের স্বার্থে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও শেখ হাসিনা কে রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে।
কালমা ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শাহাজান খলিফার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বারেক মাতাব্বর, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফসহ স্থানীয় নেতাকর্মীরা।