বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » মহৎ কর্মের মাধ্যমেই যুগ যুগ ধরে চিরভাস্বর হয়ে থাকবেন শেখ হাসিনা : এমপি শাওন
মহৎ কর্মের মাধ্যমেই যুগ যুগ ধরে চিরভাস্বর হয়ে থাকবেন শেখ হাসিনা : এমপি শাওন
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতীর পিতা বঙ্গবন্ধুর এই বাংলাদেশে তারই সুযোগ্য কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সফল ও মহৎ কর্মের মাধ্যমেই যুগ যুগ ধরে চিরভাস্বর হয়ে থাকবেন।
বৃহস্পতিবার রাতে নিজের ভ্যারিফাইড ফেসবুকে পোস্টে এ মন্তব্য তুলে ধরেন।
পাঠকদের জন্য তাঁর পোস্টটি হুবহু তুলে ধরা হলো :
————————————————
বিগত বিএনপি-জামাত সরকারের আমলে আমার নির্বাচনী এলাকা লালমোহন ও তজুমদ্দিন উপজেলা ট্রেনের বগিচ্যুত অবস্থায় ছিলো। ভোলা থেকে চরফ্যাশন যেতে লালমোহনের মূল ভূখন্ডে লাঙ্গলখালী ব্রিজটি ছিলো এ অঞ্চলের অবহেলিত উপজেলার প্রতিচ্ছবি। এ অঞ্চলের মানুষের প্রাণের দাবী এ ব্রীজটি আমি নিখুঁত নির্মানশৈলী দ্বারা নির্মান করে দিয়েছি। প্রতিটি রাস্তা-ই ছিলো যেন এক একটি মৃত্যুপুরী। প্রতিদিন কোন না কোন দূর্ঘটনা লেগেই থাকতো। দীর্ঘ ২৩ বছর একনাগাড়ে এমপি/মন্ত্রীত্বের দায়িত্বে থাকা এ ভদ্রলোক কোন উন্নয়নমূলক কর্মকান্ড করে যেতে পারেননি। যাহার ফলে মানুষ তাহাকে আজ ঘৃনাভরে প্রত্যাখ্যান করেছে। আমার সফল কর্মকান্ড দেখে লজ্জায় দীর্ঘদিন পর্যন্ত এই ভদ্রলোক এলাকায় আসেন না। যারা জীবন বাজী রেখে তার জন্য কাজ করেছেন এলাকায় এসে তাদের খোঁজখবর নেওয়ার মতো সময় তার হয় না।
আজ দেশ উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছে, জননেত্রী শেখ হাসিনার পরিকল্পিত উন্নয়নের রূপরেখা বাস্তবায়ন করতে আমি দিনরাত শ্রম দিয়ে যাচ্ছি। স্কুল/কলেজ/মাদ্রাসার নতুন একাডেমিক ভবন, সকল রাস্তা পাকাকরণ, বিদ্যুৎ সংযোগ, ব্রীজ/কালভার্ট নির্মানসহ আজ লালমোহন-তজুমদ্দিন দুটি স্বপ্নের উপজেলা। কথায় নয়, আমি কর্মে বিশ্বাসী। মানবজীবনের প্রকৃত সার্থকতা কর্মের সাফল্যের ওপর নির্ভরশীল। আমি বিশ্বাস করি, একটা নির্দিষ্ট সময়ের জন্য মানুষ পৃথিবীতে আসে এবং সময়সীমা পার হওয়ার সঙ্গে সঙ্গে সে বিদায় নেয় পৃথিবী থেকে। এ নির্দিষ্ট সময়সীমায় সে যদি গৌরবজনক কীর্তির স্বাক্ষরে জীবনকে মহিমান্বিত করে তুলতে সক্ষম হয়, মানবকল্যাণে অমর কর্মসম্পাদন করে, তবে তার নশ্বর দেহের মৃত্যু হলেও তার স্বকীয় সত্তা থাকে মৃত্যুহীন। মানুষের কাছে সে হয় অমর। তার অমর কীর্তির মধ্যেই সে বেঁচে থাকে। মৃত্যুর পরও কর্মের মধ্য দিয়েই সে বেঁচে থাকে মানুষের হৃদয়ের মণিকোঠায়। জাতীর পিতা বঙ্গবন্ধুর এই বাংলাদেশে তারই সুযোগ্য কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সফল ও মহৎ কর্মের মাধ্যমেই যুগ যুগ ধরে চিরভাস্বর হয়ে থাকবেন।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু।