রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » ঈদকে সামনে রেখে তজুমদ্দিনে বাজার মনিটরিংয়ে ওসি মুরাদ || লালমোহন বিডিনিউজ
ঈদকে সামনে রেখে তজুমদ্দিনে বাজার মনিটরিংয়ে ওসি মুরাদ || লালমোহন বিডিনিউজ
নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদ উল ফিতর কে সামনে রেখে ভোলার তজুমদ্দিন বাজারে শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে মনিটরিং করেছেন তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাকসুদুর রহমান মুরাদ।
রবিবার সকালে ভোলা জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় বাজার মনিটরি করেন তিনি। মনিটরিংয়ের পাশাপাশি দ্রব্যমূল্য সম্পর্কে বাজারের ব্যবসায়ীদের মাঝে সচেতনতা তৈরি, বিভিন্ন বিপনী বিতান পরিদর্শন, দোকানে আসা ক্রেতাদের সাথে কথা বলে হয়রানির শিকার হয়েছেন কিনা সে সম্পর্কে অবগত হন থানার এ ভারপ্রাপ্ত কর্মকর্তা।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাকসুদুর রহমান মুরাদ বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমরা কঠোর অবস্থানে রয়েছি। ঈদ উপলক্ষে কোন হয়রানির বা অতিরিক্ত দামে পণ্য বিক্রয় সংক্রান্ত কোন অভিযোগ আসলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।