শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি | শিরোনাম | সর্বশেষ » বিভ্রান্তিকর প্রচার : ১৫ রমজানে কিছুই ঘটেনি।।লালমোহন বিডিনিউজ
বিভ্রান্তিকর প্রচার : ১৫ রমজানে কিছুই ঘটেনি।।লালমোহন বিডিনিউজ
এবারের ১৫ রমজান শুক্রবার হওয়ায় অনেকে এ নিয়ে বিভিন্নি মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে। যা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। যদিও যারা আতঙ্ক ছড়িয়ে তাদের কথার বাস্তব কোনো ঘটনা ঘটেনি ১৫ রমজান সকালে। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে ১৫ রমজান অতিবাহীত হয়েছে। আর বাংলাদেশসহ এশিয়ার কিছু অঞ্চলে আজ ১৫ রমজান পালিত হচ্ছে। তবে আতঙ্কের কোনো ঘটনা ঘটেনি।
বিভিন্ন ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি ১৫ রমজান নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়।
প্রচারকারীরা বলেন, এদিন ফজরের সময় মহাকাশ থেকে বিকট এক আওয়াজ শোনা যাবে এবং সেই আওয়াজে পৃথিবীতে অনেক মানুষের মৃত্যু হবে। এ ধরনের প্রচারণায় ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে একটি হাদিসের কথা বলা হচ্ছে। তাতে বলা হয়েছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কোনো এক রমজানে আওয়াজ আসবে। সাহাবিরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল, রমজানের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে? নাকি শেষ দিকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, না, বরং রমজানের মাঝামাঝি সময়ে। ঠিক মধ্য রমজানের রাতে। শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে। সেই শব্দের প্রচণ্ডতায় ৭০ হাজার মানুষ বেহুশ হয়ে যাবে এবং ৭০ হাজার বধির হয়ে যাবে।’