মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | দৌলতখান | শিরোনাম | সর্বশেষ » দৌলতখানে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস।। লালমোহন বিডিনিউজ
দৌলতখানে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ :ভোলার দৌলতখানে হাজীপুর চর সহ মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে। ২০০ টি কুটি ও ১০ হাজার মিটার মশারি জাল, ২ টি বাধা জাল, ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১০ কেজি জাটকা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।
মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে অভিযান চালিয়ে। এসব জাল ও মাছ আটক করা হয়। যার মূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা, পরে আটককৃত জালগুলো দৌলতখান পাতারখাল এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয়।
দৌলতখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজুল হাসনাইন জানান, অভয়াশ্রম এলাকায় মার্চ-এপ্রিল দুই মাস মাছ শিকার নিষিদ্ধ। নিষিদ্ধ সময়ে এই ধরনের জাল ইলিশের বাচ্চা হতে শুরু করে, সকল ছোট মাছের পোনা ধ্বংস করে এইসব অবৈধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।