রবিবার, ১৯ মার্চ ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » নারীর অধিকার নিশ্চিতে বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী : এমপি শাওন || লালমোহন বিডিনিউজ
নারীর অধিকার নিশ্চিতে বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী : এমপি শাওন || লালমোহন বিডিনিউজ
লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, নারীর ক্ষমতায়ন, নারীর জাগরণে ও নারীর অধিকার নিশ্চিত করার লক্ষ্যে নারীদের বিভিন্নভাবে সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারীর অধিকার প্রতিষ্ঠায় অতীতের কোনও সরকার কাজ করেনি, চিন্তাও করেনি।
রবিবার বিকেলে লালমোহন পৌরসভা মহিলালীগের আয়োজনে পৌর ৮নং ওয়ার্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সাফল্য প্রচার এবং আগামী নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত উঠান বৈঠকে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর দল, শেখ হাসিনার দল বাংলাদেশ আওয়ামীলীগ। এই দল মুক্তিযুদ্ধের নের্তৃত্বদানকারী দল, এ দলে কোনও সুবিধাবাদীর জায়গা হবেনা। বিএনপি-জামাত সুবিধাবাদীদের সাথে মিশে দলের ভিতরে যাতে কোনও বিভেদ সৃষ্টি করতে না পারে, তাই সকলকে সজাগ দৃষ্টি ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।
পৌরসভা মহিলা লীগের সভাপতি সালমা জাহান বুলুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক আনম শাহ জামাল দুলাল, মঞ্জু তালুকদার, পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুল আলম মাজেদসহ মহিলা লীগের নেতাকর্মীরা।