শনিবার, ১৮ মার্চ ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করলো তজুমদ্দিনের জেলেরা || লালমোহন বিডিনিউজ
বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করলো তজুমদ্দিনের জেলেরা || লালমোহন বিডিনিউজ
ভোলা প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছেন ভোলার তজুমদ্দিন উপজেলার জেলেরা। বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন উপলক্ষে ব্যতিক্রমী এ উদ্যোগ নেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
তাই শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ও মৎস্যজীবী লীগের সহযোগিতায় স্লুইসগেট মেঘনা নদীর পাড়ে দুই দিনব্যাপী জেলে উৎসবের আয়োজন করা হয়। এসময় জেলে ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণ অনুষ্ঠানস্থল মিলনমেলায় রূপ নেয়। পরে জেলে পল্লীর শিশুদের নিয়ে জাতির জনকের জন্মদিনের কেকে কাটেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ ও বেলুন উড়ানো ও র্্যালীর মধ্য দিয়ে দিবসটির সূচনা করেন তিনি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানেই বাংলাদেশ। তাঁর জন্ম নাহলে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেতাম না। দেশকে শোষণমুক্ত করতে জাতির পিতার যে ত্যাগ, তা ভোলার নয়। তাঁর ঋণ কখনও শোধ করা যাবেনা।
তিনি আরও বলেন, জেলেদের ভালোবাসতেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৭০ এর বন্যায় দ্বীপজেলার লক্ষ লক্ষ মানুষ মারা যান, যাদের বেশিরভাগই জেলে। ওইসময় এ অঞ্চলে এসে শোকার্ত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন বঙ্গবন্ধু। জেলেদের প্রতি তাঁর যেমন ভালোবাসা ছিল, জেলেরাও তাঁকে তেমনই ভালোবাসতেন। নদীতে নৌকা বাইতে বাইতে বঙ্গবন্ধু কে নিয়ে গান গাইতেন জেলেরা।
এদিন জেলে পল্লীর নারী-পুরুষ ও শিশুদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হাঁড়ি ভাঙা, বেত খেলা, ঘুড়ি উড়ানো, হাডুডু, ফুটবল, তৈলাক্ত কলাগাছে ওঠাসহ বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করে জেলে পল্লীর বাসিন্দারা। খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আগত শিল্পীদের গান উপভোগ করেন জেলেরা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
এদিকে জাতির পিতার জন্মদিনে কর্মহীন জেলেদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন জেলে ও তাদের পরিবারের সদস্যরা।