বুধবার, ১৫ মার্চ ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » এবার জেলেদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করবেন এমপি শাওন || লালমোহন বিডিনিউজ
এবার জেলেদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করবেন এমপি শাওন || লালমোহন বিডিনিউজ
লালমোহন ভোলা প্রতিনিধি : আগামী ১৭মার্চ ভোলার তজুমদ্দিন উপজেলার জেলেদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করবেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
১৭ মার্চ সকালে উপজেলার স্লুইসগেট সংলগ্ন মেঘনা নদীর পাড়ে মনোরম পরিবেশে প্রায় কয়েক হাজার জেলের মিলনমেলায় দিবসটি উদযাপিত হবে।
এদিকে নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞার এ সময়ে কর্মহীন জেলেদের কে সাথে নিয়ে এমপি শাওনের ব্যতিক্রমী এ আয়োজনে উচ্ছ্বসিত জেলেরা।
জেলেদের কে সাথে নিয়ে জাতির পিতার জন্মদিন উদযাপন প্রসঙ্গে এমপি নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, জেলেদের কে ভালোবাসতেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জেলেরাও তাঁকে ভালোবাসতেন, তারা বঙ্গবন্ধু কে নিয়ে নদীতে গানও গাইতেন। জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জেলেদের কে ভালোবাসেন, তাদের জীবনমান উন্নয়নে কাজ করছেন। তাই আগামী ১৭ মার্চ জেলেদের মিলনমেলায় জাতির পিতার প্রতি সে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবে জেলেরা।
উল্লেখ্য, এর আগেও লালমোহন উপজেলার বিচ্ছিন্ন চর কচুয়াখালীর শিশুদের কে সাথে নিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেন এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।