শুক্রবার, ১০ মার্চ ২০২৩
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে মৎস্য অভয়াশ্রম সংরক্ষণ অভিযান।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে মৎস্য অভয়াশ্রম সংরক্ষণ অভিযান।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে সরকারের নির্দেশনা অনুযায়ী জাটকা নিধন ও ইলিশের অভয়াশ্রম সংরক্ষণ অভিযান-২০২৩ পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জেলা মৎস্য কর্মকর্তা- মোল্লা এমদাদুল্যাহ এর নির্দেশনায় এই অভিযান পরিচালনা করেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা- মারুফ হোসেন মিনার। অভিযানে উপজেলার আহম্মদপুর ইউনিয়নের তেঁতুলিয়া নদী সংলগ্ন ভারানী খাল থেকে ১১৩ টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো যথাযথ প্রক্রিয়ায় আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় চর মানিকা কোস্টগার্ড, শশীভূষণ থানা পুলিশ, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান সহ জেলা ও উপজেলা মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা বাস্তবায়নে জাটকা নিধন প্রতিরোধ ও ইলিশের অভয়াশ্রম সংরক্ষণে ১ মার্চ থেকে ৩১ এপ্রিল পর্যন্ত দুইমাস উপকূলীয় এবং নদী এলাকায় এ অভিযান পরিচালিত হবে।
নির্ধারিত সময় পর্যন্ত অবৈধভাবে মৎস্য আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং কেনা বেচা নিষিদ্ধ থাকবে। মা ইলিশ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত আছে এবং থাকবে ।