মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » শিক্ষা আর স্কুলে নেই, চলে গেছে কোচিং সেন্টারে।।লালমোহন বিডিনিউজ
শিক্ষা আর স্কুলে নেই, চলে গেছে কোচিং সেন্টারে।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ: ভোলার লালমোহনে স্কুল-কলেজে প্রায় বেসরকারি। অল্প কিছু সরকারি। এই সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অসাধু ও বেপরোয়া শিক্ষকদের কাছে রীতিমতো জিম্মি শিক্ষার্থী-অভিভাবক। নিয়মনীতির তোয়াক্কা না করে শ্রেণীকক্ষের আদলে কোচিং সেন্টার গুলোতেই চলছে পাঠদান। শ্রেণীকক্ষ হয়ে পড়েছে গৌণ। কোচিং বন্ধের নীতিমালা থাকার পরও তদারকির অভাবে তা কেবলই কাগুজে নীতিমালায় পরিণত হয়,শিক্ষার নামে ঢালাও বাণিজ্য হচ্ছে। এটা মাদকের মতোই আমাদের গ্রাস করছে। বরং ‘শিক্ষা বাণিজ্য’ নৈরাজ্য দিন দিন আরও বেড়েছে। কাঁচা টাকার নেশায় কোচিংবাজ শিক্ষকরা এতটাই ভয়াবহ যে তারা দরিদ্র শিক্ষার্থীদেরও বিবেচনায় নেন না। নামের একশ্রেণী শিক্ষকের কাছে না পড়ায় অনেক শিক্ষার্থীদের প্রায়ই মানসিক অত্যাচার হতে হয়,
অনেক অভিভাবদের অভিযোগ সন্তান বাসায় এসে বলছে অমুক,অমুক শিক্ষকের কাছে কোচিং না করলে পরীক্ষার রেজাল্ট ভালো হবেনা, ক্ষুদ্র অন্যায়তেই অনেক মারধর করা হয়, অমুকে অমুক সারের কাছে কোচিং করায় অমুকের রেজাল্ট ভালো হয়েছে ।
সরেজমিন ঘুরে কোচিং বাণিজ্যের ভয়াবহতা টের পাওয়া গেছে। লালমোহনের অনেক শিক্ষা প্রতিষ্টানে ক্লাস চলছে না কোচিং বানিজ্য চলছে বুজার মতো উপায় নেই, কাঁচা টাকার নেশায় কোচিংবাজ শিক্ষকরা এতটাই ভয়াবহ যে এক রুমে ক্লাস চলছে পাশের রুমে কোচিং বানিজ্য চলছে , এর পরেও রয়েছে প্রতিষ্ঠানের সামনে, পাশে ,দুরে অমুক স্যারের তমুক স্যারের নামে কোচিং সেন্টার।