রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » শেখ হাসিনা বিশ্বনন্দিত রাষ্ট্র প্রধান : এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
শেখ হাসিনা বিশ্বনন্দিত রাষ্ট্র প্রধান : এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলা- আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পদার্পণ করেছে। তাঁর নের্তৃত্বে দেশ ডিজিটাল হয়েছে, এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন প্রধানমন্ত্রী। দুরদর্শি নের্তৃত্ব আর অভূতপূর্ব উন্নয়নের কারণে আজ বিশ্ব দরবারে নন্দিত রাষ্ট্র প্রধান শেখ হাসিনা।
রবিবার সকালে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে চতলা বাজারে বিএনপি-জামাতের নৈরাজ্য, উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও অপ-রাজনীতির বিরুদ্ধে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরও বলেন, দেশের উন্নয়নে শেখ হাসিনা যে স্বপ্ন দেখেন, তা বাস্তবায়ন করেন। দেশের ধারাবাহিক উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা করছে বিএনপি-জামাত। তবে কোনও অপশক্তিই দেশের উন্নয়ন রুখতে পারবে না।
ধলীগৌরনগর ইউনিয়ন (দক্ষিণ) আওয়ামী লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান বাচ্চু মাতাব্বরের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।