শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » মারধরের ভয়ে সানসেটে গৃহকর্মী, উদ্ধার করলো ফায়ার সার্ভিস || লালমোহন বিডিনিউজ
মারধরের ভয়ে সানসেটে গৃহকর্মী, উদ্ধার করলো ফায়ার সার্ভিস || লালমোহন বিডিনিউজ
লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে গৃহকর্ত্রীর নির্যাতনের ভয়ে দোতলার সানসেটে উঠে আটকে পড়ে লিমা বেগম (১২) নামে এক গৃহকর্মী।
পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কয়েকঘন্টার চেষ্টায় তাকে উদ্ধার করতে সক্ষম হয় লালমোহন ফায়ার সার্ভিস।
শনিবার বিকেলে লালমোহন পৌরসভার ৬নং ওয়ার্ডের বাবুল মিয়ার বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে ওই গৃহকর্মী কে থানা হেফাজতে রাখেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
গৃহকর্মী লিমা বেগম জানায়, সে বোরহান উদ্দিন উপজেলার মনিরাম বাজার এলাকায় দিনমজুর শাহজাহানের মেয়ে। তার পরিবারে অভাব-অনটন থাকায় লালমোহন পৌরসভার ৬নং ওয়ার্ডের বাবুল মিয়ার বাসায় কাজে লাগিয়ে দেয় তার পরিবার। কিন্তু বিভিন্ন সময় তাকে মারধর করতো গৃহকর্তা বাবুলের স্ত্রী। আজও মারধর করলে দোতলার সানসেটে উঠে পড়ে সে।
লালমোহন ফায়ার সার্ভিসের কর্মী মোঃ আবুল খায়ের বলেন, মুঠোফোনের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে গৃহকর্মী লিমা বেগম কে উদ্ধার করা হয়। গৃহকর্তা বাবুল তাকে বুঝে নিতে অস্বীকার করলে লিমাকে থানা হেফাজতে রাখা হয়।
এ বিষয়ে জানতে চাইলে গৃহকর্তা বাবুল বলেন, আপনারা যা পারেন লিখেন।
লালমোহন থানার এসআই শহিদুল ইসলাম বলেন, লিমা বেগম নামে এক কিশোরী কে থানা হেফাজতে রাখা হয়েছে। সে যেখানে কাজ করতো সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়াও লিমার পরিবার কে সংবাদ দিয়ে তাকে পরিবারের হাতে তুলে দেয়া হবে।
জানা যায়, এর আগেও গৃহকর্তা বাবুল ও তার পরিবারের নির্যাতনের শিকার হয়ে পালিয়ে গিয়েছিল লিমা। পরে মাইকিং করে তাকে খুঁজে বের করা হয়েছিল।