সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ফিল্মি স্টাইলে বসতঘর ভাঙচুর ও লুটের অভিযোগ, দুই নারী আহত || লালমোহন বিডিনিউজ
লালমোহনে ফিল্মি স্টাইলে বসতঘর ভাঙচুর ও লুটের অভিযোগ, দুই নারী আহত || লালমোহন বিডিনিউজ
ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে জমি সংক্রান্ত বিরোধের জেরে ফিল্মি স্টাইলে মোটরসাইকেলের বহর নিয়ে দুটি বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
রবিবার দুপুরে উপজেলার চরভূতা ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ড লেঙুটিয়া গ্রামের গুরু ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে। এতে আছমা বেগম ও হাসনা বেগম নামে দুই নারী আহত হন। বর্তমানে তারা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
জানা যায়, লেঙুটিয়া গ্রামের জরিফা খাতুনের সাথে একই বাড়ির মোঃ নবী গংদের জমি সংক্রান্ত বিরোধ ছিল। তাই রবিবার জরিফা খাতুনের বসতঘর মেরামতকালে বাঁধা দেয় মোঃ নবী গংরা।
জরিফা খাতুন বলেন, মোঃ নবীর পক্ষ হয়ে কালমা ইউনিয়নের ভাড়াটিয়া সন্ত্রাসী আলাউদ্দিন নুর পাটোয়ারীর নেতৃত্বে ২৫/৩০ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেলের বহর নিয়ে তার বসতঘরে ভাঙচুর করে। এসময় ঘরের স্বর্ণালংকারসহ নগদ দেড় লক্ষ টাকাও লুট করে নেয় তারা। তাদের হাত থেকে বসতঘর রক্ষা করতে গেলে আছমা ও হাসনা বেগমকে মারধর করে সন্ত্রাসীরা।
এ বিষয়ে জানতে চাইলে দলিল লিখক আলাউদ্দিন নুর বলেন, ওরা আমাদের জায়গায় ঘর নির্মাণ করছিল, তাই বাঁধা দিয়েছি।
লালমোহন থানার ওসি তদন্ত মোঃ এনায়েত হোসেন বলেন, এ সংক্রান্তে কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।