
সোমবার, ২৩ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় চাঁদাবাজি বন্ধসহ পাঁচ দফা দাবিতে অটোচালকদের মানববন্ধন।।লালমোহন বিডিনিউজ
ভোলায় চাঁদাবাজি বন্ধসহ পাঁচ দফা দাবিতে অটোচালকদের মানববন্ধন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন স্থানে ব্যাটারিচালিত অটো ও সিএনজি চালকদের ওপর নির্যাতন, চাঁদাবাজি এবং ভোলা পৌরসভা কর্তৃক লাইসেন্সের নামে হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজি চালকরা।
একইসাথে তারা সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা শহরসহ বিভিন্ন এলাকায় অটো রিকশা বন্ধ রেখে অবরোধ কর্মসূচি পালন করেন।
রোববার (২২ জানুয়ারি) সকালের দিকে ভোলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় তারা শহরের নতুন বাজার এলাকাসহ বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন। পরে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেন। তাদের এ কর্মসূচিতে ভোলার সহস্রাধিক চালক অংশগ্রহণ করেন।
মানববন্ধন বক্তব্য দেন জেলা অটো মটোর বাইক ও হালকাযান শ্রমিক আন্দোলন কমিটির সভাপতি মো. জাফর, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ভোলা বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজ চক্র তাদের ওপর হামলা করে গাড়ী ভাঙচুর করে এবং আটকে রেখে চাঁদা দাবি করে। পাশাপাশি পৌরসভা লাইসেন্সের নামে গরীব অসহায় চালকদের সাধ্যের বাইরে অযৌক্তিক ভাবে ৪ হাজার ৪০০ টাকা লাইসেন্স ফি নির্ধারন করেছে। যার জন্য পথে পথে তাদেরকে হয়রানি করা হচ্ছে। এসব হয়রানি বন্ধে জোর দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন অটো চালকরা।
মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক মো. তৌফিক ই-লাহী চৌধুরীর কাছে পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে।
পাঁচদফা দাবি হলো- পৌরসভা কর্তৃক নির্ধারিত চার হাজার ৪০০ টাকা বাতিল করে এক হাজার টাকা করতে হবে, সকল প্রকার চাঁদাবাজী বন্ধ করতে হবে এবং চাঁদাবাজদের গ্রেপ্তার করে শাস্তি প্রদান করতে হবে, কোনো অটো ও মিসুক গাড়ি রিকুজিশন করতে পারবে না, অটো সিএনজি ও হালকাযানের জন্য আলাদা লেন না করা পর্যন্ত মেইন সড়কে চলাচলে বাধা প্রদান করা যাবে না, অটো মিশুক হালকাযান চালকদের বিনামূল্যে স্বল্প মেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং সকল রকম হয়রানি বন্ধ করতে হবে।