বুধবার, ১৮ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে পুলিশের দুই এ এস আইকে লাঞ্ছিত করে আসামী ছিনতাই
লালমোহনে পুলিশের দুই এ এস আইকে লাঞ্ছিত করে আসামী ছিনতাই
লালমোহন বিডিনিউজ : ভোলার লালমোহনে পুলিশকে লাঞ্চিত করে ওয়ারেন্টভুক্ত দু’ই আসামীকে ছিনিয়ে নিয়েছে প্রভাবশালীরা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার বাজারে এ ঘটনা ঘটে। ছিনতাইকৃত আসামীরা হলেন, ধলীগৌরনগর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মিজান ও ধলীগৌরনগর ইউনিয়ন (উত্তর) আ’লীগের সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী।
এলাকা সূত্রে জানা যায়, ২০১৪ সালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের আ’লীগনেতা মিজান ও নুররনবী সহ কয়েকজনের বিরুদ্ধে বন বিভাগের গাছ লুটে নেয়ার অভিযোগে লালমোহন রেঞ্জ অফিসের পক্ষ হতে ভোলার আদালতে একটি মামলার ওয়ারেন্ট থাকায় সেটি তামিল করতে যায় লালমোহন থানার এএসআই মাহতাব ও মিঠুন। সন্ধ্যায় মঙ্গলসিকদার বাজারের মসজিদ থেকে নামাজ পরে বেড় হওয়ার পর প্রথমে মিজানকে আটক করে হাতকড়া লাগিয়ে এএসআই মিঠুনের মোটরসাইকেলে থানায় পাঠিয়ে দিয়ে মিজানের ভাই অপর আসামী নুরনবীকে গ্রেফতারের জন্য তার সার-কীটনাশকের দোকানে গেলে এএসআই মাহতাবকে আটকিয়ে ফেলে মিজান ও নুরনবীর বাবুল, হাদি, ওহিদ ও লোকমা লাঞ্ছিত করে এবং কেন মিজানকে গ্রেফতার করা হলো তার কৈফিয়ত দাবী করে। পরে এএসআই মাহতাব রোষাণালে পরে টিকতে না পেরে তার সঙ্গী এএসআই মিঠুনকে মোবাইলফোনে বিষয়টি জানালে মিঠুন আসামী মিজানকে পথি মধ্য থেকে পুণরায় মঙ্গলসিকদার বাজারে নিয়ে যায়। এক পর্যায়ে সেখানে গ্রেফতারকৃত আসামী মিজানকে ছিনিয়ে নেয় তার বাহিনী। খবর পেয়ে মঙ্গলসিকদার পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের উদ্ধার করে।
এ ব্যাপারে লালমোহন থানার ভারপাপ্ত কর্মকর্তা আক্তারুজ্জামানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।