রবিবার, ১ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি আজ শিক্ষিত জাতির মর্যাদা পেয়েছে-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
শেখ হাসিনার নেতৃত্বে বাঙালি আজ শিক্ষিত জাতির মর্যাদা পেয়েছে-এমপি শাওন।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন,শিক্ষা বান্ধব সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের সফল শিক্ষা নীতির সেরা উপহার নতুন বছরে নতুন বই। দেশে শিক্ষা ক্ষেত্রে কোন বৈষম্য থাকবে না। বঙ্গবন্ধুর কন্যা বাঙালি জাতিকে নিরক্ষর মুক্ত করতে বিনামূল্যে বই বিতরণ করছে। শেখ হাসিনার নেতৃত্বে বহি:বিশ্বে বাঙালিরা আজ শিক্ষিত জাতির মর্যাদা পেয়েছে।
রবিবার সকালে লালমোহন ও তজুমদ্দিন উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সরুপ ১ লাখ ৪৫ হাজার ২শ ছাত্র /ছাত্রীদের মাঝে নতুন বছরে নতুন বই বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাছান রিমনসহ আরো অনেকে।