শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » শীতবস্ত্র পেয়েছে তজুমদ্দিনের দেড় হাজার মানুষ
শীতবস্ত্র পেয়েছে তজুমদ্দিনের দেড় হাজার মানুষ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনের দেড় হাজার মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে গুরিন্দা বাজার ও চাঁচড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে উত্তর চাঁচড়া আবাসন মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় আবাসনবাসীদের কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। তিনি যতদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবেন, ততদিন দেশ এগিয়ে যাবে। তাই, শেখ হাসিনা কে আবারও রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মরিয়ম বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমান মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্যাহ কিরণসহ আরও অনেকে।