মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ | স্বাস্থ্য » নারী কর্মীর সাথে স্বাস্থ্য কর্মকর্তার রসালাপের রেকর্ড ফাঁস! || লালমোহন বিডিনিউজ
নারী কর্মীর সাথে স্বাস্থ্য কর্মকর্তার রসালাপের রেকর্ড ফাঁস! || লালমোহন বিডিনিউজ
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মহিলা স্যাকমোর সঙ্গে স্বাস্থ্য কর্মকর্তার আবেদনময়ী রসালাপের কল রেকর্ড ছড়িয়েছে ফাঁস হয়ে গেছে। লালমোহন বিডিনিউজ’র কাছে সংরক্ষিত থাকা কয়েকটি কল রেকর্ডে একান্তে সময় দেয়ার জন্য নারী স্যাকমোকে নানাভানে আহবান জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাক্তার মিজানুর রহমান।
একইসাথে ওই নারী কর্মীর সঙ্গে রসালাপের মাঝে স্বাস্থ্য কমপ্লেক্সের আরেক নারী স্টাফের দেহের স্পর্শকাতর অঙ্গের কথা উল্লেখ করেন তিনি। গোপন সূত্রে জানা যায়, স্বাস্থ্য কর্মকর্তার কল রেকর্ডগুলো স্বাস্থ্য কমপ্লেক্সের অনেক স্টাফের কাছেও রয়েছে। তবে নারী সহকর্মীদের সঙ্গে অসদাচরণের ভয়ে মুখ খুলেনি ওইসব স্টাফরা।
ফাঁস হওয়া কল রেকর্ডের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, এ ধরনের কোনো কল রেকর্ড নেই, এগুলো ভূয়া।
জানা যায়, গত বৃহস্পতিবার লালমোহন থেকে টাইঙ্গাইলের একটি স্বাস্থ্য কমপ্লেক্সে বদলীর আদেশ হয় ডা. মিজানুর রহমানের। বিদায় বেলায় তার এমন রসালাপের কল রেকর্ডটি ফাঁস ও নারী সহকর্মীদের সঙ্গে তাঁর এমন আচরণে হতভম্ব সচেতন মহল।