শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত || লালমোহন বিডিনিউজ
লালমোহনে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত || লালমোহন বিডিনিউজ
লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহনে যথাযথ মর্যাদায় ৫২তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ছয়টায় লালমোহন থানা প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের সূচনা ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাতটায় পৌর শহরের থানার মোড়স্থ শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
সকাল আটটায় লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনামিকা নজরুল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান। পরে পুলিশ, ফায়ার সার্ভিস, আনসায় ও ভিডিপি, স্কাউট ও স্কুল কলেজের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিদর্শন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা পরবর্তী আলোচনা সভায় অংশগ্রহণ করেন তাঁরা।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে রোগীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয় এবং উপজেলার সকল মসজিদ, মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বিকেলে সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হবে।