শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে দোকানঘর পোড়ানোর অভিযোগে মামলা : আটক-১ || লালমোহন বিডিনিউজ
লালমোহনে দোকানঘর পোড়ানোর অভিযোগে মামলা : আটক-১ || লালমোহন বিডিনিউজ
লালমোহন ভোলা প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড হাফিজ উদ্দিন বাজারে নবনির্মিত দোকানঘর পুড়িয়ে ফেলা ও দোকান মালিক একই ইউনিয়নের ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা আছমত আলীর ছেলে আমির হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে।
শুক্রবার ভোরে ওই বাজারের পূর্ব পাশে নবনির্মিত টিনসেট ঘরটিতে অগ্নি সংযোগ করা হয় এবং এ ঘটনার বিচার চাইতে গিয়ে হামলার শিকার হন বলে জানান আমির হোসেন। পরে দোকানঘরে অগ্নিসংযোগ ও মারধরের অভিযোগে ২৫ জনকে এজাহারভূক্ত ও ১০/১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে লালমোহন থানায় মামলা দায়ের করেন তিনি। এ ঘটনায় সিরাজ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সিরাজ ওই ইউনিয়নের পূর্ব চরউমেদ গ্রামের মোসলেম মাস্টারের ছেলে।
মামলার বিবরণে বলা হয়, হাফিজ উদ্দিন বাজারের পূর্ব মাথায় একটি টিনসেট দোকানঘর নির্মাণ করেছিলেন আমির হোসেন। জমি সংক্রান্ত বিরোধ থাকায় রমাগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা নুর মোহাম্মদ বেপারীর ছেলে মোঃ হোসেনের নের্তৃত্বে শুক্রবার ভোরে ওই দোকানঘরে অগ্নিসংযোগ করা হয়। একইদিন সকালে ওই দোকানঘর দেখতে গেলে সিরাজের নের্তৃত্বে আরও কয়েকজন মিলে দোকানের মালিক আমির হোসেন কেও মারধর করে। এতে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন আমির হোসেন।
এ ব্যাপারে জানতে চাইলে আমির হোসেনের অভিযোগ মিথ্যে দাবি করে আটক সিরাজের পিতা মোসলে উদ্দিন বলেন, বৃহস্পতিবার সকালে আমির হোসেন দুটি টিনের চালা/বেড়া এনে আমাদের জমির সামনের সড়কে রাখে। পরে আমরা ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সাহায্য চাইলে ঘটনাস্থলে পুলিশ এসে উভয় পক্ষকে রোববার থানায় যেতে বলে। পুলিশ যাওয়ার কিছুক্ষণ পরই বিরোধীয় জমিতে টিনের চালা/বেড়া ফেলে রাখে আমির হোসেন। পরে শুক্রবার সকালে এসে ওইসব টিনও কাঠ পোড়ানোর অভিযোগ করে সে। এনিয়ে সিরাজের সাথে কথা-পাল্টা কথা হয়, তবে কোনও মারামারির ঘটনা ঘটেনি। আমাদেরকে ফাঁসাতে নিজেই আগুন দিয়ে মামলা সাজিয়েছে আমির হোসেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, দোকানঘরে অগ্নিসংযোগ ও দোকান মালিককে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।