শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় বিষটোপ দিয়ে অতিথি পাখি শিকারের দায়ে আটক ২।।লালমোহন বিডিনিউজ
ভোলায় বিষটোপ দিয়ে অতিথি পাখি শিকারের দায়ে আটক ২।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : দৌলতখান উপজেলায় বিষটোপ দিয়ে অতিথি পাখি শিকারের দায়ে দুই শিকারীকে আটক করা হয়েছে। পরে এদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এরা হলেন উপজেলার চরপাতা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দাইমুদ্দিন খাঁ এর ছেলে মো. আলমগীর ও দৌলতখান পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের মনির ইসলামের ছেলে মো. সবুজ। আজ শুক্রবার (০২ ডিসেম্বর) সকালে এদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার ভবানীপুর চর থেকে কীটনাশক ব্যবহার করে অতিথি পাখি শিকারের সময় ছয়টি মৃত পাখিসহ এদের আটক করা হয়। এ তথ্য নিশ্চিত করেন দৌলতখান বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মাহবুবুর রহমান।
তিনি আরো জানান, বৃহস্পতিবার বিকেলে দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান ও দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাৎসহ একটি টিম মেঘনা নদীতে অভিযান চালায়। এসময় মেঘনা নদীর ভবানীপুর চর এলাকা থেকে ৬টি অতিথি পাখি ও পাখি ধরার কাঠোফুরাণ নামের কীটনাশকসহ দুই শিকারীকে আটক করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে জব্দকৃত পাখিসহ শিকারীদের বন বিভাগের নিকট হস্তান্তর করেন। পরে এদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।