
বুধবার, ৩০ নভেম্বর ২০২২
প্রথম পাতা » জাতীয় | জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » আয়কর রিটার্ন দাখিলের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত।।লালমোহন বিডিনিউজ
আয়কর রিটার্ন দাখিলের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : আয়কর রিটার্ন দাখিলের সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ৩০ নভেম্বর সময় শেষ হওয়ার কথা থাকলেও আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের সুযোগ পাবেন ব্যক্তি শ্রেণির করদাতারা। বুধবার বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়েছে। গত কয়েকদিন ধরেই ব্যবসায়ী ও করদাতারা সময় বাড়ানোর জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে আসছিলেন।
এনবিআরের কর পরিবীক্ষণ ও সমন্বয় শাখার দ্বিতীয় সচিব মো. সাজিদুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ব্যক্তি শ্রেণির করদাতার ২০২২-২৩ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের সময় ৩০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো।
পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিলো বুধবার (৩০ নভেম্বর)। তবে গতকাল মঙ্গলবারের তথ্য অনুযায়ী মোট ২২ লাখ আয়কর রিটার্ন জমা পড়েছে। এবার অন্তত ৫০ লাখ রিটার্ন জমা পড়বে বলে আশা করছে এনবিআর।
করোনা মহামারি বিবেচনায় এ বছর আয়কর মেলা না হলেও এনবিআরের আওতাধীন সারা দেশে ৩১টি কর অঞ্চলে মেলার মতো সেবা দেয়া হচ্ছে। প্রতিটি কর অঞ্চলে জোনভিত্তিক বুথ, ই-টিআইএন ও তথ্যসেবা বুথ রাখা হয়েছে।
দেশে বর্তমানে ৮২ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) করদাতা রয়েছেন। তবে এখন পর্যন্ত ২২ লাখের মতো রিটার্ন দাখিল করা হয়েছে বলে জানা গেছে। শেষদিনে আয়কর অফিসে করদাতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।
২০১৬ খ্রিষ্টাব্দে আয়কর অধ্যাদেশে পরিবর্তন এনে ৩০ নভেম্বর জাতীয় কর দিবসের পর রিটার্ন জমা না নেয়ার সিদ্ধান্ত হয়। তাই সময় বাড়ানোর পথটি বন্ধ হয়ে যায়। যদিও গত দুই বছর করোনা মহামারির কারণে একমাস সময় বৃদ্ধি করা হয়েছিলো। এবারও সময় একমাস বাড়ালো এনবিআর।