বুধবার, ৩০ নভেম্বর ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » বিনামূল্যে সার-বীজ পাচ্ছেন লালমোহনের ৩৭৫০ কৃষক।।লালমোহন বিডিনিউজ
বিনামূল্যে সার-বীজ পাচ্ছেন লালমোহনের ৩৭৫০ কৃষক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : রবি ২০২২/২৩ মৌসুমে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ পাচ্ছেন ভোলার লালমোহনের ৩৭৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, বিএনপি-জামাত জোট সরকারের সময়ে সারের দাবি করে কৃষকদেরকে প্রাণ দিতে হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ, কিটনাশক, কৃষি যন্ত্রাংশ বিতরণ করছেন। কৃষি ও কৃষক বাঁচাতে প্রধানমন্ত্রীর দক্ষ নের্তৃত্ব ও দুরদর্শিতায় বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনামিকা নজরুল’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিনসহ আরও অনেকে।
উল্লেখ্য, লালমোহন উপজেলার ৩৭৫০ জন কৃষকের মাঝে বোরো ধান, মুগ, গম, সয়াবিন, ভুট্টা, খেসারি, সরিষা, সূর্যমূখী ও বাদামের ২৩.৫৫ মেট্রিক টন বীজ ও ৩৩.৪ মেট্রিক টন রাসায়নিক সার বিতরণ করা হবে।