বুধবার, ৩০ নভেম্বর ২০২২
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | মনপুরা | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীকে বরণ।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীকে বরণ।।লালমোহন বিডিনিউজ
চরফ্যাশন প্রতিনিধি, লালমোহন বিডিনিউজ : ভোলার চরফ্যাশন উপজেলাধীন নীলকমল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী আলমগীর হোসেন হাওলাদারকে সর্বস্তরের মানুষ বরণ করে নিয়েছে। মঙ্গলবার বিকেলে নীলকমল ইউনিয়ন থেকে কয়েক হাজার মানুষ নৌকার মিছিল সহকারে ঘোষেরহাট লঞ্চঘাটে তাকে বরণ করেন। মিছিল শেষে দুলারহাট বাজারে নৌকা মার্কার নির্বাচনী পথসভায় অংশ নেয় তারা। মুহুর্তের মধ্যে পথসভাটি জনসভায় রূপ নিয়েছে।
জানা যায়, আলমগীর হোসেন হাওলাদার নীলকমল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে। তিনি আওয়ামী লীগের একজন ত্যাগী ও পরিচ্ছন্ন নেতা।
উপজেলা আওয়ামী লীগ নেতা কামাল হোসেনের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন পৌর মেয়র মো. মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন, পৌর আওয়ামিলীগে সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, উপজেলা ভাইস-চেয়ারম্যান সাদেক মিয়া, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান তুহিন। এছাড়াও বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পথসভায় পৌর আওয়ামী লীগে সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দুলারহাট থানাধীন প্রতিটি ইউনিয়নে যে পরিমাণ উন্নয়ন হয়েছে তা ইতিহাসে বিরল। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কার বিকল্প নেই।
তিনি আরও বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়ের সুপারিশে যে নৌকা নিয়ে এসেছে তারা কখনো ফেল করিনি। দলীয় সিদ্ধান্ত মেনে সকল নেতা-কর্মীকে আলমগীর হোসেন হাওলাদারের পক্ষে কাজ করার অনুরোধও জানান মনির আহমেদ শুভ্র।
অনুষ্ঠানে আলমগীর হোসেন হাওলাদার বলেন, আপনাদের ভালোবাসা ও সমর্থন দেখে আমি মুগ্ধ হয়েছি। নীলকমল ইউনিয়নের মানুষ ও দল আমাকে যে মূল্যায়ন করেছে এই ঋণ আমি কোনদিন শোধ করতে পারব না। তিনি আরও বলেন, বিগত দিন আমি কারো উপর অন্যায় করিনি, কাউকে মামলা দিয়ে হয়রানি করেনি, কোন ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেইনি, এই ইউনিয়নের সর্বদলের মানুষ শান্তিতে ও নিরাপদে ছিলেন। তাই আমি বিশ্বাস করি নীলকমল ইউনিয়নের জনগণ দল-মতের ঊর্ধ্বে উঠে ২৯ ডিসেম্বর স্বতঃস্ফূর্তভাবে নৌকায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।