সোমবার, ২৮ নভেম্বর ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বিভাগের খবর | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করেনি ।।লালমোহন বিডিনিউজ
৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করেনি ।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশের ৫০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। কেউ পাস করতে না পারা প্রতিষ্ঠানগুলোর তালিকায় ৯টি সাধারণ স্কুল ও ৪১টি মাদরাসা রয়েছে। তবে শূন্য পাসের তালিকায় কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নেই। আর ২ হাজার ৯৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শতভাগ। এসএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
সোমবার বেলা সাড়ে ১১টা অনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল অনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চামেলী হলে ফলাফলের অনুলিপি এবং পরিসংখ্যান প্রতিবেদন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।