রবিবার, ২৭ নভেম্বর ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » নৌ ধর্মঘটে বন্দী দ্বীপজেলা ভোলাবাসী || লালমোহন বিডিনিউজ
নৌ ধর্মঘটে বন্দী দ্বীপজেলা ভোলাবাসী || লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দশ দফা দাবিতে নৌ-যান শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে ভোগান্তির কবলে পড়েছে ভোলার যাত্রীরা। দ্বীপ জেলা ভোলা থেকে নৌযান ছাড়া অন্য কোনো মাধ্যমে ঢাকাসহ দেশের অন্যান্য জেলার সঙ্গে যাতায়াতের কোনো সুযোগ না থাকায় এক প্রকার বন্দি হয়ে পড়েছে ভোলাবাসী।
পণ্য পরিবহনেও দেখা দিয়েছে অচল অবস্থা। হঠাৎ করে এমন ধর্মঘটের খবর পেয়ে হতবাক লঞ্চযাত্রীরা। বিভিন্ন ঘাটে গিয়ে যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, ছুটি শেষে চাকরিতে যোগদান, রোগী নিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা-বরিশাল যাওয়াসহ বিভিন্ন জরুরী প্রয়োজনে পড়া ঘাটে আসা যাত্রীরা পড়েছেন চরম বিড়ম্বনার মধ্যে। অনেকের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।
ভোলার ইলিশা ঘাটে ঢাকাগামী যাত্রী মো. হান্নান জানান, ঢাকা থেকে ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন। আজকে তার ছুটি শেষ হয়ে যাওয়ায় চাকরিতে যোগদানের জন্য ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে ঘাটে এসেছেন। ঘাটে এসে শুনতে পারেন হঠাৎ করে ধর্মঘটের ডাক দেয় কোন লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে না। তাই চাকরি বাঁচানো নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
আবুবক্কর সিদ্দিক বলেন, আগামীকালকে ঢাকায় আমার পরীক্ষা রয়েছে। এজন্য ঢাকায় যাওয়া আমার খুব বেশি জরুরি। তাই বিকল্প ভাবে অতিরিক্ত টাকা খরচ করে হলও আমার যেতে হবে।
এদিকে লঞ্চ শ্রমিকরা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
কর্ণফুলী-৩ লঞ্চের মাস্টার মো: নূরুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই বেতন-ভাতা বাড়ানো এবং কোনো শ্রমিক মারা গেলে তার পরিবারকে ক্ষতিপূরণ দেয়াসহ ১০ দফা দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছিলেন লঞ্চের শ্রমিকরা। লঞ্চ মালিকরা শ্রমিকদের দাবি মেনে না নেওয়ায় অনির্দিষ্টকালের জন্য তারা এই ধর্মঘটের ডাক দিয়েছেন। যতদিন পর্যন্ত তাদের এই দাবি মেনে নেয়া না হবে ততদিন পর্যন্ত তারা এই ধর্মঘট চালিয়ে যাবেন বলেও জানান।
ভোলার বিআইডব্লিউটিএ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানিয়েছেন, নৌ-শ্রমিকরা তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ না করেই হঠাৎ করে এই ধর্মঘটের ডাক দিয়েছেন। এ ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে তাঁর কোনো কিছু করার নেই বলেও জানান তিনি।