
রবিবার, ২৭ নভেম্বর ২০২২
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে কোকো ট্রাজেডির ১৩ বছর উপলক্ষে আলোচনা সভা || লালমোহন বিডিনিউজ
লালমোহনে কোকো ট্রাজেডির ১৩ বছর উপলক্ষে আলোচনা সভা || লালমোহন বিডিনিউজ
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে এমভি কোকো-৪ লঞ্চডুবির ১৩ বছর উপলক্ষে মামলার রায় বাস্তবায়ন ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ নভেম্বর) সকালে লালমোহন প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম জনির সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, জেলা পরিষদের সদস্য আনোয়ারুল ইসলাম রিপনসহ বিভিন্ন রাজনৈতিক সামজিক ব্যক্তিবর্গরা।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৭ নভেম্বর উপজেলার বদরপুর ইউনিয়নের তেঁতুলিয়া নদির নাজিরপুর ঘাটে যাত্রীসহ ডুবে যায় এমভি কোকো-৪ লঞ্চ। এতে ৮১জন যাত্রীর প্রাণহানি ঘটে। মর্মান্তিক এ ঘটনার ১৩ বছর পেরিয়ে গেলেও এখনও মামলার রায় বাস্তবায়ন হয়নি, ক্ষতিপূরণও পায়নি নিহতদের পরিবার।