সোমবার, ১৪ নভেম্বর ২০২২
প্রথম পাতা » লালমোহন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » নন ক্যাডার প্রধান শিক্ষক হলেন লালমোহনের হেলাল উদ্দিন ।। লালমোহন বিডিনিউজ
নন ক্যাডার প্রধান শিক্ষক হলেন লালমোহনের হেলাল উদ্দিন ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ ।। ভোলার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিনকে নন ক্যাডার প্রধান শিক্ষক হিসেবে পদায়ন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ওই প্রজ্ঞাপনের মাধ্যমে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবু ত্যৈয়বকেও নন ক্যাডার হিসেবে ঘোষণা করা হয়। একই সঙ্গে বিদ্যালয়টির ২১ জন শিক্ষককে জাতীয়করণ করা হয়েছে।
এ ব্যাপারে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন বলেন, ২০০৮ সালে আমাদের বিদ্যালয় সরকারি করা হয়। দীর্ঘদিন পরে আমাদেরকে এখন জাতীয়করণ করা হয়েছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।