মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশন আহম্মদপুরের নাগরিক অধিকার বঞ্চিত ১২ হাজার মানুষ
চরফ্যাশন আহম্মদপুরের নাগরিক অধিকার বঞ্চিত ১২ হাজার মানুষ
চরফ্যাশন সংবাদদাতা : ভোলার চরফ্যাশন উপজেলার নব গঠিত আহম্মদপুর ইউনিয়নের ফরিদাবাদ গ্রামের ১২ হাজার মানুষ দীর্ঘদিন যাবৎ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এখানে নেই কোন বিদ্যালয়, রাস্তাঘাট ও বিশুদ্ধ পানির জন্য পর্যাপ্ত টিউবওয়েল। নদী বা পুকুরের পানি ফুটিয়ে পাণ করতে হয় এখনকার বাসিন্দাদের।
এলাকার বাসিন্দা মো.নুরুল ইসলাম বলেন, কোন সড়ক পাকা না থাকায় ছাত্র ছাত্রীরা বর্ষা মৌসুমে কোমর পরিমান পানিতে ভিজে বিদ্যালয়ে যায়। তিনি আরও বলেন, বিগত ৪০ বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি এখানে। হ্যারিকেন, কুপি বা সোলার আলো দিয়ে চলে তাদের রাতের জীবন।
আহম্মদপুর স্কুল ও কলেজের দশম শেণির ছাত্রী নাজমা ও রুমা বলেন, এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় পযর্šÍ নেই। একই এলাকার এসএসসির ছাত্র মো. এরশাদ বলেন, নিকটবর্তী কোন প্রকারের বিদ্যালয় না থাকায় ৫ কিলোমিটার পায়ে হেটে শিক্ষাঅšে¦ষণনের জন্য প্রতিনিয়ত যেতে হয়।
শুকনাখালী বাজারের ব্যাবসায়ী আ. খালেক বলেন, সড়ক না থাকায় কোন বাসিন্দা অসুস্থ্য হলে মসজিদের খাটে বহন করে চরফ্যাশন সদর হাসপাতালে আনতে হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য আজ পযর্šÍ কউিনিটি ক্লিনিক তৈরি হয়নি। মো. আফজাল বলেন, বর্ষা মৌসুমে রাতে বাড়ি না ফিরে বাজারের মসজিদে রাত যাপন করেন। সরজমিন পরিদর্শন কালে এলাকাবাসীর সাথে কথা বলার পর তারা দাবী করেন, আমরা মূল ভুখন্ডের বিচ্ছিন্ন প্রকৃতির মানুষ হওয়ার কারণে ডিজিটাল যুগেও মৌলিক অধিকার থেকে বঞ্চিত ।
আহম্মদ পুর ইউপি সদস্য মন্নান বলেন, টিআর, কাবিখা, এলজিএসপির কোন অর্থ বরাদ্ধ হলে মাস্টাররোলে আগাম স্বাক্ষর দিয়ে আসতে হয়। শুকনাখালী আনন্দ বাজার থেকে ২০১৪/১৫ অর্থ বছরে ২৬ শত ফুট রাস্তা পাকা করণের জন্য ৩ কোটি ৯৫ লক্ষ টাকা বরাদ্ধ হলেও কোন কাজ হয়নি। একই রকম অভিযোগ করেছেন ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মান্নান।
নুরাবাদ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ২০১৪ সালে নুরাবাদ ইউনিয়নকে বিভক্ত করে আহম্মদপুর ইউনিয়ন করার পর কোন নির্বাচন না হওয়ায় আমি দেখভাল করতে হয়। আলাদা কোন বরাদ্ধ না হওয়ার কারণে দুই ইউনিয়নে একই বরাদ্ধ দিয়ে কাজ চলছে। চলতি শুকনো মৌসুমে রাস্তাঘাট, কমিউনিটি ক্লিনিক, টিউবওয়েল, ও বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হবে। এলাকায় বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রস্তাবনা আছে বলে তিনি জানান।