শনিবার, ১২ নভেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ | জাতীয় | বরিশাল | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ওয়ারেন্টভূক্ত আসামী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
ওয়ারেন্টভূক্ত আসামী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার
লালমোহন বিডিনিউজ: ভোলার লালমোহনে মো. সালাউদ্দিন (৩৩) নামে এক ওয়ারেন্টভূক্ত আসামী ও চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন পৌর শহরের একটি ওষুধের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সালাউদ্দিন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের কচুয়াখালী এলাকার মাও: সফিউল্যাহর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, গ্রেফতারকৃত সালাউদ্দিনের বিরুদ্ধে মাদক মামলায় ওয়ারেন্ট ছিল। ওই ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পরে শনিবার সকালে সালাউদ্দিনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সালাউদ্দিন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে।